পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, বর্তমান সরকার কোনো কাজেই ব্যর্থ হননি। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শহর থেকে গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিদু্যত্ সংযোগে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।' রবিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর উন্নয়নের নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সকলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে দেশের সব বিদ্যুৎবিহীন গ্রামে তা পৌঁছে যাবে বলে জানান তিনি।
রমেশ চন্দ্র সেন বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বিদ্যুতের ব্যাপক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। মানুষের ৫টি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।' উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আগামীতেও ক্ষমতায় যাওয়ার জন্য সুযোগ করে দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল হক সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চেৌধুরী, জাসদ নেতা খাদেমুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুর আলম মুকুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/শরীফ