চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের কামালের ছেলে বাসের হেলপার রুবেল হোসেন (২২), সদর উপজেলার হুজরাপুর গ্রামের আবদুল খলিলের ছেলে ড্রাইভার জনি (২৮) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আবদুর রউফের ছেলে শামীম হোসেন (২৮)।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে কানসাট-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ পৌর এলাকায় ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এসময় ড্রাইভারের সিটের নিচ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩ জনকে আটক ও বাসটি জব্দ করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম আজ সোমবার সকালে বিষয়টি সাংবাদিকদের জানিয়ে বলেন, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/শরীফ