জামালপুরে একটি লোকাল ট্রেনের মালবাহী বগি থেকে এক সব্জি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫১ নম্বর লোকাল ট্রেনটি জামালপুর পৌঁছলে ট্রেনের মালবাহী বগি থেকে মালামাল নামানোর সময় কর্তব্যরত গার্ড আমিনুল ইসলাম সব্জি ব্যবসায়ী আব্দুল আজিজের(৫০) লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে আমরা কিছু নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গাবতলি বাজার এলাকার মৃত বাবর আলীর ছেলে সব্জি ব্যবসায়ী আব্দুল আজিজ ময়মনসিংহ এলাকায় সব্জি বিক্রি করে বাড়ি ফিরছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ