এবার কালকিনি উপজেলার সর্ববৃহৎ এনায়েতনগর ইউনিয়ন ভেঙ্গে গঠন করা হয়েছে পূর্ব এনায়েতনগর ইউনিয়ন নামের আরো একটি নতুন ইউনিয়ন। এতে করে কালকিনি উপজেলার ইউনিয়নের সংখ্যা এখন ১৪ থেকে ১৫তে উন্নীত হল। গত ২৬ নভেম্বর এ বিষয়ে গ্রেজেট প্রকাশ হয়।
নতুন ইউনিয়ন গঠন নিয়ে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আ. আজিজ মোল্লা, এলাকার সমাজসেবক মো. এসাহাক আকন বলেন, এনায়েতনগর ইউনিয়ন বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠন করা ছিল তাদের প্রাণের দাবি। এলাকার এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের প্রচেষ্টায় তা বাস্তবায়ন হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ