পেনশন প্রথা চালু ও রাজস্ব তহবিল থেকে বেতন ভাতার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর কর্মচারী সংসদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের কালীবাড়ি সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা উল্লেখ করেন, দেশের ৮টি সিটি কর্পোরেশন ও ৩০৬ টি পৌরসভার কর্মচারীরা আমৃত্যু সেবা ও মেহনত দিয়েও পেনশন পাচ্ছে না। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে বেতন ভাতা না পাওয়ায় নিয়মিত বেতন ভাতা মিলছে না। এ অবস্থায় অবিলম্বে ছয়দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা বলেন। মানবন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাক্তার এইচ. কে. দেবনাথ, কর্মচারী সংসদের সহ সভাপতি সিরাজুল ইসলাম মস্তান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক এ.বি.সিদ্দীক দুলাল, সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহমুদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।
কিশোরগঞ্জ পৌর কর্মচারী সংসদ আয়োজিত মানববন্ধনে পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরিপুর পৌরসভার কর্মচারীরাও অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/শরীফ