নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা (আন্ডারচর) গ্রামে ইসমাইল হত্যাকাণ্ডের অন্যতম আসামি মতিন, সহযোগি কালামুন্সি ও আলমগীর সহ খুনিদের অতিসত্ত্বর গ্রেফতারের দাবিতে আজ দুপুর ১২টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও সমাবেশ করেছে নিহত ইসমাইলের পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহত ইসমাইলের স্ত্রী শেফালি জানান, সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় গত ১৬ই নভেম্বর গভীর রাতে খুনি মতিনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার স্বামী ইসমাইলকে নিশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ফেলে যায়।
এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে খুনের মামলা দায়ের করায় নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/এস আহমেদ