জাতীয় পার্র্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ আজ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সফর করেছেন।
আজ সোমবার সকাল সাড়ে দশ টার দিকে একটি হেলিকপ্টার যোগে তিনি কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সী-রিসোর্টের হ্যালিপ্যাডে অবতরণ করে।
হেলিকপ্টার থেকে নেমে এ বি এম রুহুল আমীন হাওলাদারের মালিকানায় নির্মানাধীন হোটেল কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সী-রিসোর্ট ঘুরে দেখেন। এর পর তিনি চা-চক্রে মিলিত হন। এছাড়া জাপা’র কলাপাড়া ও কুয়কাটার নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন।
এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য ও জাপা’র সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার ও তার ব্যবসায়িক পার্টনার সংযুক্ত আরব আমীরাতের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী সাঈদ আহমেদ। তবে কোনো সংবাদকর্মীর সথে কথা বলতে তিনি রাজি হননি।
পরে কুয়াকাটা সৈকতে কিছুক্ষনের জন্য ঘুরে দেখার পর প্রায় দুপুর সোয়া ১২ টায় হেলিকপ্টার যোগে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন