খুলনার ডুমুরিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় চোরাচালান বোঝাই কাভার্ডভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় পুলিশ বহনকারী মাইক্রোবাসটিও উল্টে খাদে পড়ে গেছে। এতে এএসপি এহতেশামসহ ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়ার খুলনা–সাতক্ষীরা সড়কে মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কাভার্ডভ্যান চালক পুলিশের গুলিতে নিহত হয়েছেন। কিন্তু ডুমুরিয়া থানা পুলিশ গুলির কথা অস্বীকার করেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিয়ার রহমান জানান, সীমান্ত থেকে কাভার্ডভ্যানটিতে চোরাই পণ্য আসছে- এমন সংবাদের ভিত্তিতে খুলনা এপিবিএনের এএসপি এহতেশামসহ ১৪ জন পুলিশের একটি দল কাভার্ডভ্যানকে ধাওয়া দেয়। পরে ডুমুরিয়ার চুকনগর পার হয়ে চাকুন্দিয়া মাদ্রাসার সামনে আসলে পুলিশবাহী মাক্রোবাসটি কাভার্ডভ্যানটির সামনে গিয়ে ব্যারিকেড দেয়। এ সময় কাভার্ডভ্যানচালক পুলিশবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে খাদে উল্টে পড়ে। কাভার্ডভ্যান উল্টে চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া মাইক্রোবাসটিও খাদে পড়ে এএসপি এহতেসাম, এসআই আনজির হোসেন ও হাবিবুর রহমান, এএসআই মহাদেব বর্মণসহ ১৪ জন আহত হন। আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ডুমরিয়া থানা পুলিশ একই সময় সাতক্ষীরা থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান জব্দ করেছে। সেই কাভার্ডভ্যান চালক নাজমুলকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ