দিনাজপুরের চিরিরবন্দরে বীরেন্দ্র রায় (৬৮) নামে এক হোমিও চিকিসককে গুলি করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিরিরবন্দরের রাণীবন্দর ইছামতি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বীরেন্দ্র রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মৃত জোগেন্দ্র নাথ রায়ের পুত্র এবং রায় ফার্মেসির মালিক।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১১টায় ডা. বীরেন্দ্র রায় সাইকেল যোগে রাণীবন্দর বাজার থেকে বাড়ী ফেরার পথে রাণীপুর ইছামতি কলেজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত এবং দুর্বৃত্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা