গাইবান্ধার সাদুল্যাপুরে রবিউল ইসলাম (৩৮) নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া এলাকার ফাঁকা মাঠের একটি ইউক্লিপটাস গাছ থেকে মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
রবিউল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের মো. ওয়াজেদ মুন্সীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে বাড়ি করে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যানার, পোস্টার করে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। মঙ্গলবার সকালে হিংগারপাড়া গ্রামের ফাঁকা মাঠের একটি ইউক্লিপটাস গাছে রবিউল ইসলামের গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়।
ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, রবিউলের হাত ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ধারাণা করা হচ্ছে, হত্যার পর তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ