জয়পুরহাটের কালাই উপজেলা শহরের পাঁচশিরা বাজার এলাকায় একটি ঔষধের দোকানে ডাকাতির সময় টহল পুলিশের গুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে কালাই উপজেলা শহরের পাঁচশিরা বাজারে সিরাতুল ফার্মেসী নামে একটি ঔষধের দোকানে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করছিল। এ সময় টহল পুলিশ ডাকাতদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হলে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ডাকাতরা হলেন: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের আলী হোসেনর ছেলে রঞ্জু মিয়া এবং বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছী গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে জিয়াউর রহমান। এ সময় ঘটনাস্থল থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মানিক মিয়া ও সোনাতলা উপজেলার ছোট বালুয়া গ্রামের মাহমুদুল ইসলাম নামে আরও দুই ডাকাতকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা