খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অবরোধ চলাকালে পিকেটারদের ভাঙচুরের হাত থেকে বাঁচতে গিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে পনেশ্বর ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দীঘিনালা সড়কের চার মাইলে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে পানছড়িতে পিকেটিং চলাকালে অন্তর চাকমা নামে একজনকে আটক করে। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমার মুক্তির দাবিতে ইউনাইটেড ইউপিডিএফ সমর্থিত আটটি পাহাড়ি সংগঠনের ব্যানারে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ ডাকা হয়।
জানা গেছে ৮/১০ জন স্কুল ছাত্র খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাবার পথে গাড়ী না পেয়ে মিনি ট্রাকটিতে উঠে পড়ে। কিন্তু পিকেটারদের বাঁধার মুখে গাড়ীটি দ্রুত পেছনে যাবার সময় স্কুল ছাত্ররা প্রাণভয়ে তড়িঘড়ি নামার চেষ্টা করে। এ সময় পেছনের চাকায় চাপা পড়ে ছাত্রটি ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে। এদিকে পানছড়িতে পিকেটিং চলাকালে অন্তর চাকমা নামে একজনকে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ