বাগেরহাটে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সন্মাননা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
সোমবার রাতে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়াতনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের এই ৫ গুণী ব্যক্তির হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন।
তারা হলেন- কণ্ঠ সংগীতে শেখ আলী আহম্মদ, আবৃত্তিতে মোল্লা রবিউল আলম রবু, নাট্যকলায় আবুল হোসেন ফকির, যন্ত্র সংগীতে নিতাই রায় ও যাত্রা শিল্পে নারায়ন চন্দ্র দেবনাথ।
বাগেরহাটের জেলা প্রসাশক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সন্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, পরিচালক উৎপল কুমার দাস, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন। পরে বাগেরহাটের শিল্পীদের পরিবেশনায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব