জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনসহ লক্ষ্মীপুরের সৌন্দর্য বর্ধনে প্রায় ৫০ কোটি টাকার সম্ভাব্য বাস্তবায়ন পরিকল্পনাধীন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় জেলা পরিষদ।
২০১৫-২০১৬ অর্থ বছরে জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থায়নে এ সব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।
এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও জেলার অন্যান্য ঐতিহ্য তুলে ধরে জেলার তিন দিকে সীমানা তোরন নির্মাণ, জেলার ৫ টি উপজেলার প্রতিটিতে দু’টি করে মোট ১০ টি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত অত্যাধুনিক টয়লেট নির্মাণ, পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর সাথে সংযোগ সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে আগামী ফেব্রুয়ারির মধ্যে জেলা শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে জাতির জনকের ম্যুরাল স্থাপন করা হবে জানিয়ে এসব উন্নয়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় বরাদ্ধ ধরা হয়েছে বলে জানান পরিষদ প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সফিকুল ইসলাম, পরিষদের সচিব ড. লুৎফর রহমানসহ স্থানীয় সংবাদকর্মীরা।
বিডি-প্রতিদিন/ ০১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন