চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আউয়াল গাজীকে (৪২) ৬ মাস এবং স্বপন বেপারীকে (৩৫) এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান দেন।
এর আগে ফরিদগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার ভাটিলালপুর এলাকা থেকে আউয়াল গাজীকে গাঁজাসহ এবং স্বপন বেপারীকে কেরোয়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ সোমবার রাতে আটক করে।
ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রে জয়নাল আবেদিন কারাদণ্ডের বিষয়টি কাছে নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব