শিশু সৌরভ হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকারদলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গাইবান্ধা আমলি আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।
এর আগে ৮ নভেম্বর ২৪ দিন কারাভোগের পর সংসদ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান এমপি লিটন। পরে ২৪ নভেম্বর একই আদালতে উপস্থিত হয়ে দ্বিতীয়বারের মতো স্থায়ী জামিনের আবেদন করেন তিনি। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে ৮ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করেছিলেন।
গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের লাইসেন্স করা পিস্তুলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর রাসুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন উপজেলার এক বাসিন্দা।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা