স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। এটাই চলছে, এটাই নিয়ম, এটাই হবে। সেভাবেই আমাদের নির্বাচন কমিশন কাজ করছে। তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী নির্বাচন পরিচালনার জন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন।
আজ মঙ্গলবার ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কিছু জঙ্গী অপতৎপরতা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সংগঠিত হচ্ছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া, আমেরিকায়, ইংল্যান্ডে হয়েছে। কোথাও বাদ নেই। জঙ্গী তৎপরতা গ্লোবাল থ্রেড হয়ে গেছে। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।
মন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে। নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে ৩৫তম স্থানে আছে বলে আমেরিকার একটি সংস্থা জানিয়েছে। সুতরাং এটা নিয়ে আতঙ্ক বা উৎকণ্ঠা প্রকাশের কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষ, দুরদর্শী এবং দেশপ্রেমিক। তিনি কারো রক্তচক্ষুকে পরোয়া করেন না ও কারো উপদেশে তিনি চলেন না। কোন দেশের কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী দেশের জন্য যা দরকার সে অনুযায়ী দেশ চালাচ্ছেন।
ফেসবুক প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি বিশেষ মুহূর্তে প্রয়োজন মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এসব পেজ যারা চালায় তাদের সঙ্গে আলাপ হয়েছে। আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা করে যদি মনে করি এটি চালু করে দেয়া দরকার তাহলে আমরা আবার পুনরায় এটি চালু করে দেব।
এসময় উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা