ঝিনাইদহের কালীগঞ্জের তালেরস্বর বাজারে ট্রাকচাপায় ইউনুছ আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সে কালীগঞ্জ উপজেলার তিলচাঁনপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গার-জীবননগর থেকে ছেড়ে আসা ট্রাকটি কালীগঞ্জ উপজেলা শহরের দিকে আসছিল। এ সময় তালেস্বর বাজারে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি ইউনুছ আলীকে দিলে ঘটনাস্থলেই সে মারা যান।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন