সিরাজগঞ্জের সলঙ্গায় নছিমন খাদে পড়ে আব্দুল জলিল (৬৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন।
নিহত আব্দুল জলিল উল্লাপাড়া উপজেলার মহনপুর গ্রামের মৃত আমিনুল হক প্রামানিকের ছেলে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে থানায় ঘুড়কা-সলঙ্গা আঞ্চলিক সড়কের চকগোবিন্দপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সলঙ্গা-ঘুড়কা আঞ্চলিক সড়কের চকগোবিন্দপুর এলাকায় দুপুর ২টার দিকে কাঁচামাল বোঝাই একটি নছিমন নিয়ন্ত্রন হারিয়ে নছিমনটি খাদে পরে যায়। এ সময় আব্দুল জলিল সহ ৬ জন গুরুতর আহত হয়। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আব্দুল জলিল মারা যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন