ঝালকাঠির রাজাপুরের রাজু হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সদরের বাইপাস মোড়ের এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আহত রাজু রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। রাজু সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর (বলাইবাড়ি) এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ী দেলোয়ার মৃধার ছেলে ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এদিকে এ ঘটনায় দুলাল ফরাজী ও মেহেদী হাসান নামের ছাত্রলীগের দুই নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, আটক দুলাল ফরাজী স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক এবং মেহেদী হাসান যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা ও আহত রাজু অভিযোগ করে জানান, রাতে একটি মিলাদ মাহফিলে বসার স্থান নিয়ে রাজু হোসেন ও তার এক বন্ধু রুমিকে মারধর করেন ছাত্রলীগ নেতা দুলাল ফরাজী ও মেহেদী হাসান। এ সময় রাজুকে একটি গলির ভেতর নিয়ে চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন ওই দু’জন। পরে রাজু ও তার বন্ধু রুমীর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন এবং ছাত্রলীগ নেতাদের আটক করে পুলিশে দেয়।
রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তৌফিক-ই-এলাহী জানান, আহত রাজুর গলায় ধারালো অস্ত্রের রক্তাক্ত জখমের আঘাত রয়েছে। তার গলায় পাঁচটি সেলাই ও শরীরের ডান পাশে একটি সেলাই দেয়া হয়েছে। তবে সে এখন অনেকটা আশঙ্কামুক্ত।’
এদিকে স্কুলছাত্রের মা কুরছিয়া বেগম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি জানান, ‘তার ছেলেকে গলা কেটে হত্যার চেষ্টা করার পর এখন আবার নেতারা তাদের হুমকি দিচ্ছে।
রাজাপুর থানার পুলিশ পরির্দশক (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, এ ঘটনায় ৮ জনের নামে মামলা দায়ের হয়েছে, এদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন