হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুন্দর আলীকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে আট থেকে ১০ জন দুর্বৃত্ত পৌরসভার নতুনবাজার এলাকায় তাকে কুপিয়ে জখম করে।
এ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন