নাটোরে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আবু ইউনুস খান মো. জাহাঙ্গীর নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে এক শিশু।
বুধবার সকাল ৭টার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কার্ভাডভ্যান আটক করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. ইউনুস খান মো. জাহাঙ্গীর সকালে সিরাজগঞ্জের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রাজশাহীতে ফিরছিলেন। সকাল ৭টার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে শিক্ষক জাহাঙ্গীরসহ এক শিশু আহত হয়। পরে স্থানীয়রা এবং নাটোর ফায়ার সার্ভিস গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে শিক্ষক জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা