আজ বুধবার বেলা ১২টায় বগুড়া শহরের বড়গোলায় মেঘনা ব্যাংকের ২২তম শাখার উদ্বোধন হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক বিষ্ণু পদ সাহা, মেঘনা ব্যাংকের পরিচালক ও সানজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাহাঙ্গীর আলম মানিক, মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমন, টিএমএসএস পরিচালক আমিনুল ইসলাম, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, ব্যবসায়ী রাজু রহমান লিটন, আলহাজ্ব পুটু মিয়া তালুকদার, মেঘনা ব্যাংক বগুড়ার ব্যবস্থাপক সালাউদ্দিন প্রমুখ। এসময় বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সঙ্গে বগুড়ায় ব্যাংকটির এটিএম বুথ উদ্বোধন করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ