মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শহরের বাগেরপাড় এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পিরোজপুরের নাজিরপুরের পদ্মডুবি গ্রামের নারায়ণ চন্দ্র হালদারের ছেলে শচীন হালদার (৪০) ও একই এলাকার প্রমানন্দ বাড়ৈর ছেলে প্রফুল বাড়ৈকে (১৮)আটক করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, তিন মাস আগে মোবাইলে শহরের বাগেরপাড় এলাকার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে শচীনের পরিচয় হয়। এ সময় শচীন নিজেকে পুলিশের এসআই পরিচয় দিলে ওই শিক্ষিকা শচীনকে বিয়ে করতে রাজি হন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে শচীনের সঙ্গে ওই শিক্ষিকার বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ে করার আগে শচীন দুই লাখ টাকা যৌতুক দাবি করলে শিক্ষিকার পরিবার দিতে রাজি হয়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী শচীন ও তার সহযোগী প্রফুল্লর পরিচয় জানতে চান। পরে ভুয়া আইডি কার্ড দেখালে এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন।
ওসি আরো জানান, তাদের বিরুদ্ধ সদর থানায় প্রতারণার মামলা করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও পুলিশের দুটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন