আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন কেরেছে নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ড. আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ও নাইম সুলতানা লিভন প্রমুখ।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী জেলার ৫ জন ও সদরের ২জন নারীকে সন্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, রহিমা আক্তার, সুফিয়া খাতুন, হাজেরা খাতুন, জুবেদা আক্তার, স্বপ্না আক্তার, আলেয়া সিরাজ ও রহিমা আক্তার।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন