আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন।
জানা গেছে, বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপি মনোনীত বর্তমান মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রকৌশলী এসএম শামছুল হক। সকালে তিন প্রার্থীই ভোটারদের মাঝে গণসংযোগ করেন।
এসময় তাদের সাথে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কাউন্সিলর প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় করেন।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন