নারায়ণগঞ্জের রূপগঞ্জে আক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেন উপজেলার ভোলানথপুর এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন জানান, ভোলানাথপুরসহ আশ-পাশের এলাকায় আক্তার হোসেন দীর্ঘ দিন ধরে বিয়ারের ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। বুধবার দুপুরে ১০ ক্যান বিয়ারসহ ভোলানাথপুর এলাকা থেকে আক্তার হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন