দিনাজপুরের চিরিরবন্দরে নিজ বাড়ি থেকে গোলাম মোস্তফা (৩০) নামের জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
আটক গোলাম মোস্তফা চিরিরবন্দরের জামায়াত উত্তর শাখার ও নশরতপুর ইউপির আমির এবং ওই এলাকার তফির উদ্দীনের পুত্র।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম মোস্তফার নামে ১৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।
এদিকে, পুলিশ কন্ট্রোল রুম জানায়, গত বুধবার সন্ধা থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩০ জন আসামিকে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব