বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর হারুন কাজীকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহরের আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউন্সিলর হারুন কাজীর বিরুদ্ধে গফরগাঁও থানায় বিস্ফোরক আইনে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শহরের আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজ সংলগ্ন চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব