চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া-আকন্দবাড়িয়া গ্রামের মাঠ থেকে জাকারিয়া সরদার (৩৮) নামে এক ব্যক্তির লাশ আজ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকারিয়ার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে। নিহত জাকারিয়া আকন্দবাড়িয়া গ্রামের ফজলু সরদারের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জাকারিয়া সরদার ফকিরতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ ছিলেন। গ্রামের মাঠে তাদের আখড়া আছে। রাতে আখড়ায় ঘুমানোর জন্য বাড়ি থেকে বালিশ ও লেপ নিয়ে জাকারিয়া সরদার বাড়ি থেকে বের হন। আজ শুক্রবার সকালে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। কারা কী কারণে জাকারিয়া সরদারকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
বিডি-প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৫/শরীফ