বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় সাব্বির হোসেন নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির কচুয়া উপজেলার আলীপুর গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শিশু সাব্বির তার পিতার সাথে বাদাতলা মোড়ে দাঁড়িয়ে ছিল। এসময় পিরোজপুর থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ নিহত সাব্বিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসতালে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব