পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা বিএনপি এই নেতাসহ ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের পুরান বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ইসলামিয়া ফার্মিসিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য ছাত্রদল কর্মীদের দায়ী করেছেন মোস্তাফিজুর রহমান। তাৎক্ষণিকভাবে ঘটনার প্রতিবাদে বিএনপি’র এক অংশ শহরে একটি বিক্ষভ মিছিল বের করে।
কলাপাড়া থানার ওসি তদন্ত মো. মনিরুজ্জান জানান, বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব