নরসিংদী জেলার সদর উপজেলার বীরপুর নামক স্থানে ফারুক ওরফে আধু ফারুক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাসেম জানান, আবুল কাসেম মিয়ার পুত্র ফারুক (আধু ফারুক) কে বাড়ি থেকে ডেকে এনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রাস্তায় লাশ ফেলে চলে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন