যশোরের বেনাপোল সীমান্ত থেকে শাড়ি ও শাটিং থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তের শিকড়ি বটতলা এলাকায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৯৭৪টি ভারতীয় শাড়ি ও ৩৩টি শাটিং থান কাপড় আটক করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলা অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা শাড়ি ও শাটিং থান কাপড় আটক করা হয়। আটক শাড়ি ও থান কাপড়ের মূল্য ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা। আটক মালামাল যশোর কাস্টমস শুল্ক গুদামের জমা রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন