মেহেরপুরের গাংনীতে মীর শুকুর আলী নামের এক ইউপি সদস্যকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দৃর্বৃত্তরা। এ সময় ইউপি সদস্য রক্ষা পেলেও মারাত্মক আহত হয়েছেন তার সঙ্গী লিখন মিয়া (১৯) ও জাব্বারুল ইসলাম (৩০)।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ বোমা হামলার ঘটনা ঘটে। এ নিয়ে শুকুর আলীর ওপর ৫ বার দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গভীর রাতে বিএনপি নেতা ও স্থানীয় ইউপি সদস্য মীর শুকুর আলীকে কসবা গ্রামের মাঝেরপাড়া থেকে তার বাড়িতে এগিয়ে দিতে যান লিখন মিয়া ও জাব্বারুল ইসলাম। শুকুর মিয়া তার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা ছুঁড়ে মারে। এতে বিএনপি নেতা প্রাণে বেঁচে গেলেও তার সঙ্গী লিখন মিয়ার ডান হাত, ডান পা ও মুখমণ্ডল ঝলসে যায় এবং জাব্বারুল ইসলাম আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মকবুল হাসান জানান, আহত লিখন মিয়ার মুখমণ্ডল, ডান হাত ও ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানের মাংস উড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা হামলার জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব