ফেনী সদরে ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে রফিকুল ইসলাম (৫০) নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ার কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টিবল রফিকুল ইসলাম ফাজিলপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে থানার ওসি সালেহ আহাম্মদ পাঠান জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টহল দেওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে পুলিশভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ভ্যানটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই কনস্টেবল রফিকের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব