গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও ১০ জন।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে উল্লাস পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। ঢাকা-রংপুর মহাসড়কে মহিলা কলেজের কাছে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৬/ রশিদা