দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আনিসুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।
আটক আনিসুজ্জামান একই এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে। তাকে দুই হাজার ৬২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনিসুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই হাজার ৬২ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৬/ রশিদা