বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় অভিযুক্ত পৌর ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসানকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শিবির সভাপতি রাকিব হাসান নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়ার ইব্রাহিম আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসানকে (২৬) ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান শামীম ইকবাল জানান, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার ৫টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ