প্রচণ্ড হিমেল বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে নাটোরের চলনবিলের সিংড়া, গুরুদাসপুর বড়াইগ্রামসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত একটানা বিরামহীন বৃষ্টিতে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে।
জানা যায়, মাঘের শুরুতেও এ এলাকায় স্বাভাবিক শীত বিরাজ করছিলো। কিন্তু মঙ্গলবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেয়ে মুষলধারে বৃষ্টি ঝরতে থাকে। এতে শীতের তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে এ এলাকার জনসাধারণের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। বৃষ্টিতে বিভিন্ন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারছেন না। কেউ কেউ ছাতা নিয়ে বাইরে বের হতে দেখা গেলেও সারাদিনের টিপটিপ বৃষ্টিতে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। বৃষ্টি আর প্রচন্ড শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছেন দিনমজুর, রিক্সাচালকসহ শ্রমজীবি ও ছিন্নমূল মানুষেরা। পাশাপাশি শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, স্বর্দি, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন