ব্রাহ্মণবাড়িয়ায় গত সপ্তাহে সহিংস ঘটনায় আরো ৪ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুর রহমান জানান, গত মঙ্গলবারের অগ্নিসংযোগ, ভাংচুরসহ বিভিন্ন ঘটনায় সংশ্লিষ্টতায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শহরের কান্দিপাড়ার জুম্মান, শিমরাইলকান্দির আদিল, মুন্সেফপাড়ার পলাশ ও জুয়েল। এরা সরাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে সদর থানা পুলিশ জানিয়েছে। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৮জনকে গ্রেফতার করা হল। পুলিশ জানিয়েছে, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন