জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আওতায় ঝিনাইদহে খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মন্ডল, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা, বেগম সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট আব্দুস সাত্তার ও বিশেষজ্ঞ মাহবুবুর রহমান।
এসময় ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংবাদিক, সুশীল সমাজের গন্যমান্য প্রতিনিধিগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন