বগুড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে শুর’ হওয়া বৃষ্টিতে শীতের প্রকোপ বেড়েছে। মাঘের শুরুতেই বৃষ্টিপাতে বগুড়ার জেলার উপজেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাতভর গুড়িগুড়ি বৃষ্টির পর ভোরের কিছু সময় হয়েছে ভারি বৃষ্টিপাত। এরপর আজ বুধবার দুপুরে বৃষ্টি থেমেছে। আকস্মিক বৃষ্টিতে বাইরে বের হয়ে দুর্ভোগে পড়েন কর্মব্যস্ত মানুষ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীতের প্রকোপ বেড়ে যায়। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বগুড়ার মানুষ এমনিতেই শীতে জবুথবু। তার ওপরে হঠাৎ এ বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। মাঘের শীতের ওপর বাড়তি চাপ ফেলেছে টানা এ বৃষ্টি।
বগুড়া আবহওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪ দশমিক মিলিমিটাির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ ও দুপুরে ৯৮ শতাংশ।
বগুড়া আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন উর রশিদ জানান, বৃষ্টির কারণে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা নেই। তবে মেঘ কেটে গেলে শীত বাড়তে পারে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ