হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও অনশন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ইউনিয়ন কমিটি।
বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শতাধিক নারী পুরুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রসাশক কার্যালয় চত্বরে এসে অনশনে যোগ দেয়।
অনশন চলাকালে কমিটির নেতারা অভিযোগ করে বলেন, কিছু লোকজন জোরপূর্বক হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাদের জমি ফিরে পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন তারা।
এ সময় জেলা পুলিশ সুপার ফারহাত আহম্মেদ আগামী রবিবার পর্যন্ত শান্ত থাকার আহবান জানালে বিকেল ৩টায় অনশন তুলে নেন আন্দোলনরতরা।
উল্লেখ্য, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও বাসিয়া দেবী গ্রামে প্রায় দুই একর জমি নিয়ে বাজারু চন্দ্র ও আসাদুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ