ঠাকুরগাঁওয়ে নাশকতার অভিযোগে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টায় ওই উপজেলার কালমেঘ বাজার থেকে তাকে আটক করা হয়।
বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাজনৈতিক কার্মকাণ্ডে নাশকতা চালানোসহ বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হয়। পরে শরিফুলকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে পুলিশ।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ