ঝালকাঠি শহরের বিকনা এলাকায় স্মৃতি নামের এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পুলিশ স্মৃতির রুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।
মৃত স্মৃতি চট্টগ্রামে চাকুরীরত বিজিবি সদস্য হাসান মাহমুদের স্ত্রী। সে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী এবং পোনাবালিয়ার খলিল মাঝির মেয়ে।
বাড়ির মালিক লাল মিয়া জানায়, সকালে মুরগীর ঘরের দরজা গিয়ে জানালা থেকে মেয়েটিকে ফ্যানের সাথে ঝুলন্ত দেখতে পাই।
স্মৃতির বান্ধবী ভুলু আক্তার জানায়, ''রাতে স্মৃতি ফোন না ধরায় তার স্বামী আমাকে ফোন করে স্মৃতির খোঁজ নিতে বলে। এরপর সকালে তার বাসায় এসে আমি এ ঘটনা জানতে পারি।''
স্মৃতির স্বামী হাসান মাহামুদ মোবাইল ফোনে জানান, রাতে তার মোবাইল বার বার ব্যস্ত দেখাতে আমি তাকে বকা দিয়েছিলাম।
সদর থানার পরিদর্শক (ওসি) মাহে আলম জানান, ধারণা করা হচ্ছে স্বামীর সাথে মোবাইল ফোনের কথার জেরে অভিমান করে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব