বঙ্গোপসাগর থেকে ৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে সেন্টমার্টিন দ্বীপ জেটিঘাটের উত্তর পাশে সাগরে নোঙ্গর অবস্থায় একটি ট্রলারে তল্লাশী চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক দ্রব্যগুলো হচ্ছে ২১৪ বোতল কান্ট্রি ড্রাইজিন, ৩৪ বোতল মান্ডালি রাম, ১৭৩ বোতল মান্ডালা রাম, ৬৪ ক্যান বিয়ার, ১৭৮ ক্যান আন্ডামান গোল্ড বিয়ার।
সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে আসার সময় ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপ জেটিঘাটে ভীড়ার গোপন সংবাদে অভিযান চালিয়ে মদ-বিয়ারগুলো জব্দ করা হয়। তবে ট্রলারটিতে এসময় কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব