সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে আসামি ধরার পর অটোরিকশাযোগে থানায় ফেরার পথে দায়িত্বরত পুলিশ সদস্য ঘুমিয়ে পড়লে কৌশলে ভুট্টো (৩০) নামে ডাকাতি মামলার এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এনামুল, গনেশ ও রবিউল নামে তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতের এ ঘটনার পর বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত ওই আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, ''রাত তিনটার দিকে কৈজুরী গ্রাম থেকে ডাকাতি মামলার আসামি ভুট্টোকে গ্রেফতারের পর তিন পুলিশ সদস্যকে অটোরিকশা যোগে ভুট্টোকে থানায় নিয়ে আসার দায়িত্ব দেয়া হয়। কিন্তু ক্লান্ত দেহে তারা তিনজনই ঘুমিয়ে পড়ে। এ সুযোগে রানীকোলা এলাকায় ফাঁকা রাস্তায় ভুট্টো হাতকড়াসহ অটোরিকশা থেকে পালিয়ে যান।
তিনি আরও জানান, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বৃহস্পতিবার পুলিশ সুপারের নির্দেশে কনস্টেবল রবিউল করিম, এনামুল হক এবং গণেশ চন্দ্রকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আসামী ভুট্টোকে গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব