ঝিনাইদহ সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে লিয়াকত হাসেম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নগরবাথান এলাকার চাকুমারা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত হাসেমের বাড়ি শৈলকুপা উপজেলার কারাপুকুরিয়া এলাকায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সকালে ঝিনাইদহ থেকে যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বাসটি উপজেলার নগরবাথান এলাকার চাকুমারা ব্রিজের উপর এলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ব্রিজ থেকে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় লিয়াকত নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার সদর হাসাপাতালে পাঠায়।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ