নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রাতে ভোট গণণা শেষে নির্বাচনে সভাপতি পদে জাতীয় পার্টির সাবেক সভাপতি লিয়াকত আলী খান ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সিতাংশু বিকাশ আচার্যয পেয়েছেন ১১২ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপি সাবেক সহসভাপতি আমিনুল হক খান মুকুল। ১০০ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগ আইনজীবী সমর্থিত মাজহারুল হক খান।
নির্বাচনে সমিতির ২৭৬ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগের করে এক বছরের জন্য কমিটি গঠন করেছেন। এদিকে কোনো প্রার্থী না থাকায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।
যুগ্নসম্পাদক পদে ১৩১ ভোট পেয়ে আজহার'ল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। ১৩০ ভোট পেয়ে লাইব্রেরি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. আবুল মনসুর। ১৩৫ ভোট পেয়ে অডিটর নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন শামীম আহমদ ১৭৫ ভোট, মোশারফ হোসেন তমাল ১৭০ ভোট , এম.এ মজিদ ১৫৪ ভোট, সুলতান উদ্দিন আহমেদ ১৫১ ভোট ও এনামুল হক মোর্শেদ বেগ পেয়েছেন ১৪৩ ভোট।
সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, লাইব্রেরি-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক, বিনোদন-খেলাধুলা সম্পাদক, সদস্য, অডিটরসহ ১১টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম ভূঁইয়া জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সমিতির কার্যালয়ে শুরু হয়ে বিরামহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ